আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : আজ ১৪/০৮/২০২৫ তারিখ মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের কাথুলি বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হােসেন।
অভিযানকালে কাথুলি বাজারের কাছে ভৈরব নদীতে অবৈধভাবে বাধ দিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংস্লিষ্ট ধারা অমান্য করায় ০১ জনকে এবং সড়ক পরিবহণ আইন ২০১৮এর সংস্লিষ্ট ধারা অমান্য করায় ০৬ জনকে অর্থদন্ড প্রদান পূর্বক তাতক্ষনিক আদায় করা হয়।
এছাড়াও নদীর গতিপথ এবং মাছের বিচরণ স্বাভাবিক করতে তাৎক্ষণিক ভাবে ১ টি বাধ অপসারণ করা হয় এবং আরও একটি অপসারণ এর নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ, নদী ও মৎস সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।