ঢাকাFriday , 15 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত   

Mahamudul Hasan Babu
August 15, 2025 3:15 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদল নেতা সুজন মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বিভিন্ন সময় রাজপথে নিহত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি ও বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। মোনাজাত শেষে নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়