রওশন আলম,ডোমার(নীলফামারী)সংবাদদাতাঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওগ্রাফার খায়রুল ইসলাম জানান,গত শনিবার (৯ আগস্ট)সকালে হাসপাতালের কার্ডিওগ্রাফার বিভাগের ৫নং কক্ষের তালা খুলে দেখি কক্ষে রাখা দুই লক্ষ টাকা দামের ইসিজি মেশিনটি জানালার গ্রিলের লোহার পাত ভাঁজ করে চোরেরা নিয়ে যায়। ঘটনাটি দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে ওইদিন রাতেই ডোমার থানায় লিখিত অভিযোগ করি।
ডোমার থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান জানান,হাসপাতালের ইসিজি মেশিন চুরির ঘটনায় গতকাল বৃহস্পতিবার(১৪ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে সোহাগ ইসলাম নামের এক যুবককে আটক করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ওসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,যুবককে আজ শুক্রবার দুপুরে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
                                                         
                                                     
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                