ঢাকাFriday , 15 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

Mahamudul Hasan Babu
August 15, 2025 4:26 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু রায় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) ভোরে পঞ্চগড় থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান।
আটক দিপু রায় সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি মেসেঞ্জারে মহানবী (সা.)কে নিয়ে দিপু রায়ের করা একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
ওসি সরোয়ার আলম খান বলেন, “মহানবী (সা.)কে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে একাধিক আপত্তিকর মন্তব্যের অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা থেকে আটক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”