নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় অবিরাম বৃষ্টিপাতে উপজেলার ধামনপাড়াসহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। হঠাৎ জমিতে পানি জমে শত শত বিঘা ধানসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা কৃষি অফিসারের উদ্যোগ ও দ্রুত পদক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় কৃষকের স্বপ্নের ফসল রক্ষা পায়।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান বাঁচাতে কৃষকদের নিয়ে কৃষি অফিসার স্থানীয় জনসাধারণ নিয়ে কাজ শেষে করেছেন স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে। পানি নিষ্কাশন করেছেন।
উপজেলা কৃষি অফিসার মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। খালে পাইপ বসিয়ে খাল ও ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জমির অতিরিক্ত পানি দ্রুত নামানো হয়। ফলে জমিতে থাকা ধানসহ বিভিন্ন আবাদ পানিতে পচে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। স্থানীয় কৃষক আলামিন বলেন, আমরা কৃষি অফিসারকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি মাঠে ছুটে আসেন এবং গ্রামবাসীর সাথে আলাপ করে বিভিন্ন অফিসে ফোন দেন, পরের দিনই বিএমডিএ আমাদের পানি নিষ্কাশনের পাইপ সরবরাহ করেন।
স্থানীয় কৃষকরা জানান, যদি কৃষি অফিসার সময়মতো উদ্যোগ না নিতেন তবে তাদের পুরো মৌসুমের ফসল তলিয়ে যেত। এ উদ্যোগে তারা নতুনভাবে আশার আলো দেখছেন।
নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন বলেন, “কৃষকদের ধান বাঁচাতে আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি। ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে বিএমডিএ তে কৃষক পাঠিয়ে পাইপ আনিয়েছি কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থাই ছিল একমাত্র উপায়। কৃষকরা এখন স্বস্তিতে আছেন—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।” নলডাঙ্গা উপজেলায় এই বছর এখন পর্যন্ত ৩৫৫৬ হে. জমিতে ধান চাষ করা হয়েছে।
কৃষি বিভাগের এ উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।