ঢাকাThursday , 10 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে অগ্নিকান্ডে প্রায় ২০লক্ষ টাকার ক্ষতিসাধন

Mahamudul Hasan Babu
October 10, 2024 12:51 pm
Link Copied!

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী বাজারে মা-বাবার দোয়া ট্রেডার্স বিজ ও কীটনাশক এর দোকানে অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় ৯ অক্টোবর বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকার সময় হঠাৎ করে তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মা বাবার দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী পাপুল সরকার জানান ৯ অক্টোবর বুধবার প্রতিদিনের মত রাত আনুমানিক  ১১.৪০ মিনিটে দোকান বন্ধ করে আমি গাইবান্ধার বাসায় চলে যাই। পরে পাশ্ববর্তী ফলের দোকানদারসহ বেশ কয়েকজন ব্যবসায়ী রাত ১২ টার সময় আমার দোকানে আগুন লাগার বিষয়টি আমাকে ফোনে জানায়।  আগুন লাগার বিষয়ে জানাতে চাইলে পাশ্ববর্তী  ফলের দোকানদার জিল্লু মিয়া বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। প্রতিদিনের মত আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দেখি পাপুলের দোকানের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে ও ধোঁয়া বের হচ্ছে পরে আশেপাশের লোকজনসহ বাজারে গিয়ে মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এসে দোকানের সার্টার ভেঙ্গে বালি,পানি ও পাশের দোকানের অগ্নি নিবারক গ্যাস দিয়ে আমরা আগুন নিভাতে সক্ষম হই। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে পাপুল বলেন আমি কয়েকটি কোম্পানির পরিবেশক, গতকালও আমি কয়েকটি কোম্পানির কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকার কিটনাশক,ঔষধ ও অন্যান্য মালামাল ক্রয় করেছি। আমার দোকানের কীটনাশক, সার,ঔষধ, ম্যামো প্রয়োজনীয় কাগজপাতিসহ সবমিলিয়ে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার ব্যবসা ছাড়া আর কিছু নেই আমি এখন সর্বশান্ত প্রায় নিঃশ্ব। এ বিষয়ে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।।