আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম এখন মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের একটি মাদ্রাসার সাইনবোর্ড, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ- হোয়াইট বোর্ড, ডাস্টার, মার্কানী পেন, খোলার সামগ্রী, দুপুরের খাবার সহ বৃক্ষ রোপনের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আসাদুল জামান।
শনিবার (১৬ আগস্ট) বেলা ২টার সময় মনিরামপুর উপজেলার মদনপুর হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানায় এই কার্যক্রমে ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আফজাল হোসেন চাঁদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পানিসারা মীর লুৎফর রহমান এতিম খানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছার বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, মদনপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ আজাহারুল ইসলাম, মাদ্রাসার সাধারণ সম্পাদক শওকত হোসেন, মানবকল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আবু সোহেল, সদস্য এমামুল হোসেন, সাকিব হোসেন,সঞ্জয় দাস, আরিফ হোসেন, রাকিব হোসেন, সাংবাদিক সেলিম হোসাইন রনি, দিকদর্শন টিভির নাজমুল হোসেনসহ স্থায়ী বিভিন্ন ব্যক্তিবর্গ। উল্লেখ্য উক্ত সংগঠনের আওতায় সকালে ঝিকরগাছার বেনেয়ালী বালীখোলা কেন্দ্রেীয় জামে মসজিদের শিশু শিক্ষার উপকরণ হিসেবে হোয়াইট বোর্ড, ডাস্টার ও মার্কানী পেন দেওয়া হয়