এম এ শাহীন: গণপিটুনিতে নিহত রূপলালের পরিবারকে তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ২২ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ায় নিহতের বাড়িতে তার স্ত্রী শ্রীমতি মালতির কাছে নগদ ৭০ হাজার টাকার প্রদান করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, জেলা বিএনপি সদস্য মতিয়ার রহমান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী শাহীন, কোবায়দ হোসেন, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম,উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা মৃতের পরিবারকে গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৯ আগষ্ট শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা নামক স্থানে ভ্যানচর সন্দেহে রূপলালকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কিছু উশৃংখল জনতা।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                