আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক ও সন্ত্রাস বিরোধী যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাংনী পৌরসভার বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে। বাঁশবাড়ীয়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২য় রাউন্ডের অর্থ্যাৎ কোয়াঃ ফাইনালের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় হাসাদহ ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে মেহেরপুরের রামনগর জনকল্যাণ ফুটবল একাডেমী জয়লাভ করে। খেলায় বিজয়ী হলে রামনগর জনকল্যাণ ফুটবল একাডেমী সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার আয়োজক কমিটির সভাপতি গাংনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ কোয়াঃ ফাইনাল খেলার উদ্বোধন ঘোষনা করেন ।এসময় আয়োজক কমিটির আহŸায়ক ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি নেতা আব্দুল গনি, সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, ব্যাংকার রবিউল ইসলাম, আব্দুস সালাম সাবুসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম,
খেলায় হাসাদহ ফুটবল একাদশকে ৪-০ (হ্যাট্রিকসহ ) গোলে হারিয়ে মেহেরপুরের রামনগর জনকল্যাণ ফুটবল একাডেমী জয়লাভ করে।
আজ শনিবার (১৬ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার সময় গাংনীর বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে হাসাদহ ৪-০ গোলে হারিয়ে রামনগর জনকল্যাণ ফুটবল একাডেমী বিজয় লাভ করে।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী মাহবুবুল হক মাহবুব, সহকারী রেফারী আব্বাস আলী, মনিরুল ইসলাম মনি । ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সেলিম রেজা।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ রামনগর জনকল্যাণ ফুটবল একাডেমীর রাইট উইংগার রুম্মন (সেরা খেলোয়াড়) নির্বাচিত হলে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়। তিনি খেলায় প্রথমবারের মত হ্যাট্রিক গোল করেন।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সুলেরী আলভী , বখতিয়ার রহমান ও সাইফুল ইসলাম টুটুল ও শামীম শিশির।
খেলা হাজার হাজার দর্শক উপভোগ করেন।