এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় নারী-পুরুষ ও রিসোর্ট মালিকপক্ষ সহ ৭ জনকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত ।
১৬ আগস্ট শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চন মোড় এলাকায় জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্টে অভিযান চালিয়ে দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর নেতৃত্বে এএসপি (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান, বিরল থানার অফিসার্স ইনচার্জ আব্দুস ছবুরসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে রিসোর্টে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জড়িতদের আটক করেন ।
অভিযান শেষে দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনুমোদন বিহীন মালিকপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা ও অন্য আসামিদের অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে ০৪ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ১ মাস, ম্যানেজারকে ২০ দিন ও সহকারীকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং মোট ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।