ঢাকাThursday , 10 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত এলাকায় থাকা পূজা মন্ডপের নিরাপত্তায় তৎপর ৫৬ বিজিবি

shahin
October 10, 2024 12:56 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় থাকা পূজা মন্ডপের নিরাপত্তায় টহল দেয়া সহ সার্বিকভাবে তৎপর রয়েছে বিজিবি। বুধবার বিকেলে ও সন্ধ্যায় পঞ্চগড়ের সীমান্তবর্তী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে এ তথ্য জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
তিনি আরো জানান, নীলফামারী ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে থাকা পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিজিবি সদস্যরা। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষ যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে ৫ অক্টোবর থেকে দিনরাত তৎপর রয়েছে ৫৬ বিজিবি। নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পঞ্চগড় জেলার ৪২ টি পূজা মন্ডপ রয়েছে। এছাড়া পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সর্বদা যোগাযোগ করছে। পূজা মন্ডপে যদি কোন ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটে বা ঘটনার সম্ভাবনা থাকে তাহলে সাথে সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি পূজা মন্ডপের কমিটির সাথে বিজিবি টহল দল সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছেন।পূজা মন্ডপে ৯ প্লাটুন বিজিবি সদস্য ২৪ ঘন্টা টহল পরিচালনা করছে। সেক্ষেত্রে অন্যান্য আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজামন্ডপ পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয়ে রেখে টহল পরিচালনা করা হচ্ছে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত বিজিবি এই নিরাপত্তা কার্যক্রম একই ধারায় অব্যাহত থাকবে।