এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন আগামীকাল মঙ্গলবার(১৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এ সম্মেলন ঘিরে উপজেলা জুড়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ বিরাজ করছে।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৫৬৮ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ এবং প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলনে একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদকসহ মোট চারজন নির্বাচিত হবেন।
গোরা-কারিম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে শেখ কামরুল ইসলাম গোরা ছাতা প্রতীকে, সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল কামাল কারিম কলস প্রতীকে, সাংগঠনিক সম্পাদক পদে খান লিয়াকত আলী মাছ প্রতীকে এবং নোমান আলী মেহেদী গোলাপ ফুল প্রতীকে।
অপরদিকে কামরুজ্জামান-পলাশ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে মো. কামরুজ্জামান আনারস প্রতীকে, সাধারণ সম্পাদক পদে ইফতেখার আহমেদ পলাশ ফুটবল প্রতীকে, সাংগঠনিক সম্পাদক পদে মুশফিকুজ্জামান রিপন আম প্রতীকে এবং আলমগীর কবির সাইকেল প্রতীকে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানিয়েছেন, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়। তবে কাউন্সিলরদের ভোটে যারা বিজয়ী হবেন, তাদের পাশে দাঁড়িয়ে সকলে একযোগে কাজ করবেন। দিন শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করাই হবে সকলের লক্ষ্য।
স্থানীয় নেতারা জানান, সম্মেলন ঘিরে প্যানেল দুটির মধ্যে উত্তেজনা থাকলেও কোনো সংঘাতের আশঙ্কা নেই। বরং দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে