এম এ শাহীন: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবীবা সিদ্দিকার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও রুবেল রানা। আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।