আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়,‘ অভয়াশ্রম গড়ে তুলি , দেশী মাছে দেশ ভরি’।
সোমবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালি শেষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জননেতা আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাষ্টার, উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির নব নির্বাচিত সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ,গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, ছাত্র সমন্বয়ক মোজাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও সফল মৎস্য চাষী আব্দুর রাজ্জাক, প্রভাষক ও মৎস্য চাষী সফল আরিফুল ইসলাম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাকক্ষে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতেই মৎস্য সপ্তাহ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী।
আলোচনা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
প্রসঙ্গত : সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন থেকে আগামী ২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাংনী উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-১৮ আগষ্ট প্রথমদিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা করা,উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্যজীবি ও মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা করা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র,২ অক্টোবর সুফলভোগীদের প্রশিক্ষণ এবং সপ্তম দিন ভিডিও কনফারেন্সীং এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।