আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রসার সাবেক সভাপতি প্রকৌশলী একরামুল হক তাজুর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য ও গোপনে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে একটানা ১২ বছর সভাপতি থেকে এসব অপকর্ম করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে সভাপতি দায়িত্বপালন কালে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের ও সাবেক বিদ্যুতসাহী সদস্য আব্দুল কুদ্দুস সভাপতির ভাই দাতা সদস্য জাহিদুল হক সাজু ,অফিস সহকারী একরামুল হকের বিরুদ্ধে প্রায় ২০লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছে গ্রামবাসী।
এছাড়াও ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর সভাপতির দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে মাদ্রাসার অর্থিক হিসাব চান গ্রামবাসী।
হিসাব চাওয়ায় অধ্যক্ষসহ দুর্নীতিগ্রস্থ ব্যক্তিরা তাদের দুর্নীতি থেকে বাচতে কৌশল হিসেবে এলাকার জনগনের মতামতকে অগ্রহ করে গোপনে সাবেক সভাপতির স্ত্রী শামীমা নার্গিস হককে ২০/০৩/২০২৫ ইং তারিখে সভাপতি করিয়ে আনেন। সভাপতি শামীমা নার্গিস হক দীর্ঘদিন ধরে কানাডা প্রবাসী, এবং তিনি এলাকায় আসেন না।
এক মাসের মধ্য ব্যাবস্থাপনা কমিটি মিটিং করার নিয়ম থাকা সত্বেও তিন মাস অতিবাহিত হলেও কোন মিটিং করেননি।
বিগত স্বৈরাচার হাসিনা সরকার আমলে অধ্যক্ষ ও অফিস সহকারী নিয়োগে নির্বাচন বোর্ডের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেছেন।
উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মোছাঃ শাহিনুর বেগম,(সামাজিক বিজ্ঞান)ইনডেক্স নং N 210696 কোডে নিয়োগ সংক্রান্ত কাগজ পত্র জাল স্বাক্ষর করে তাকে অবৈধ ভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
শাহিনুর বেগম বাণিজ্য শাখা থেকে নিবন্ধন সাটিফিকেট অর্জন করেছেন। শিক্ষক প্যাটার্ন অনুযায়ী বাণিজ্য শাখার কোন পদ না থাকা সত্ত্বেও বাণিজ্য শাখার নিবন্ধনধারী হয়ে তিনি সমাজিক বিজ্ঞানের শিক্ষক হয়েছেন কিভাবে তা সুষ্ঠু তদন্ত করে খতিয়ে দেখার অনুরোধ করেছে এলাকাবাসি।
নৈশ প্রহরী হিসেবে আশরাফুল ইসলামকে অবৈধভাবে বয়স কমিয়ে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে নিয়োগ দেওয়া হয়েছে।
নৈশ প্রহরী আশরাফুল ইসলাম দুই ভাইয়ের মধ্য বড়। তার জন্ম তারিখ ১২/০৩/১৯৭৫ সালে হলেও নৈশ প্রহরীর চাকুরী নেওয়ার জন্য নৌবাহিনীর ভূয়া সনদ ব্যবহার করে জন্ম তারিখ করেছেন ০১/০১/১৯৮৫ সাল : তাতেও বয়স না মিলায় আবারো বয়স সংশোধন করে ১/১২/১৯৮৫ সাল দেখিয়ে চাকরী নিয়েছেন।
অথচ তার ছোট ভাই আনিছুর রহমানের জন্ম সাল ০৩/০২/১৯৭৫। সব মিলিয়ে আশরাফুল ইসলামের বর্তমান বয়স ৪০ বছর ,আর তার আপন ভাই আনিছুর রহমানের বয়স ৫০ বছর (প্রমান সংযুক্ত) এছাড়াও আশরাফুল ইসলামের ছেলে নৌবাহিনীতে চাকুরী করেন।
পিতার বয়সের সাথে ছেলের বয়সের পার্থক হলো ১০ বছরের কম। এছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ ও অফিস সহকারী,আয়া,কম্পিউটার
ল্যাব,এ্যাসিসটেন্ট ,পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ২০লক্ষ টাকা ঘুষ গ্রহন করেছেন।
( প্রমান আছে) সাবেক সভাপতি একরামুল হক তাজু বিগত সরকার আমলে অর্থ পাচারের সাথে জড়িত ছিলেন।
তিনি এবং তার স্ত্রী ( বর্তমান সভাপতি নার্গিস আরা ) সরকার পরিবর্তনের পর পলাতক থাকা অবস্থায় তাজু মাদ্রাসার জমিতে অবৈধভাবে প্রভাব খাটিয়ে তার পিতার নামে আলহাজ মোজাম্মেল হক ফাউন্ডেশন তৈরী করেছেন।
এছাড়াও সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে মাদ্রাসার গাছ কাটা হয়েছে। গাছ কাটার সুষ্ঠু তদন্ত করে অইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়ে গত ৫/০৭/২০২৫ ইং তারিখে গ্রামবাসির পক্ষ থেকে সোহেল রানা বাদী হয়ে দুর্নীতি দমণ কমিশনের প্রধান কার্যালয়ের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন।
গ্রামবাসি আরও জানান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজু দীর্ঘ ১২ বছর ধরে অনিয়ম দুর্নীতি করে আসছেন। এছাড়াও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ম বহির্ভূতভাবে গোপনে গঠন করেছেন।
গ্রামবাসি মাদ্রাসায় নিয়োগ কৃতদের কাছ থেকে ঘুষ গ্রহণের টাকার হিসাব চাইলে অধ্যক্ষ আব্দুল কাদের চাপে পড়ে উপরোক্ত হিসাবগুলো এডহক কমিটির অভিভাবক সদস্য আবু বকররের কাছে দিতে বাধ্য হয়।
উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক শাহিনুর বেগম বানিজ্য শাখা থেকে পাশ করে, সমাজ বিজ্ঞান শাখায় বেতন করানো হয়েছে। কমার্স থেকে পাশ করে সমাজবিজ্ঞানের শিক্ষক হওয়ার আইন নেই।
মাদ্রাসার সাবেক সভাপতি একরামুল হক তাজু আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখন আবার বিএনপির দালালি করার চেষ্টা করছে।
এলাকাবাসী জানান, অধ্যক্ষ ও সাবেক সভাপতি গোপনে এডহক কমিটি গঠন করেছে।তাছাড়া মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য ও প্রতিষ্ঠানের টাকা লুটপাট করেছে।
মাদ্রাসায় একাধিক প্রার্থীর নিকট থেকে টাকা নিয়ে অবৈধ ভাবে নিয়োগ দিয়েছেন।
এব্যাপারে আলিম মাদ্রাসার সাবেক সভাপতি প্রকৌশলী একরামুল হক তাজুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
এব্যাপারে গাংনী উপজেলা মাধ্যমিক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন, অবৈধ নিয়োগের ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিলে সেখান থেকে ব্যবস্থা নিতে পারবে।