বাদশা আলম, শেরপুর, বগুড়া-বগুড়া জেলার শেরপুর উপজেলা ও সিরাজগন্জ জেলার কাজীপুর উপজেলার কয়েক লক্ষ্য মানুষের দুর্ভোগ লাঘবে বাঙ্গালী নদীত নির্মিত হতে যাচ্ছে ৫০০ মিটার দির্ঘ সেতু। ‘কন্সট্রাশন অফ হাই- টেক ব্রিজ অন রুরাল বাংলাদেশ’ শীর্ষক একটি বৃহৎ প্রকল্পের আওতায় সারা দেশের পল্লী সড়কে উন্নতমানের অবকাঠামো গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি প্রকল্প গ্রহণ করেছে । এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে, বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে (ছোনকা থেকে মথুরাপুর) সড়কের বাঙ্গালী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে একটি ৫০০ মিটার দীর্ঘ সেতু। এটি প্রকল্পের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ সেতু হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে চীনভিত্তিক আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন-এর দুইজন প্রতিনিধি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এলাকা পরিদর্শন করেছেন। প্রকল্পটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রকল্প পরিচালক মো. এবাদত আলী। এছাড়া, চীনা প্রতিনিধিদের সঙ্গে যৌথ সাইট পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন এলজিইডির বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ মো. শহিদুল হক, শেরপুর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। নদীর দুই প্রান্তের স্থানীয় বাসিন্দারা জানান, “সেতু নির্মিত হলে আমাদের জীবনযাত্রা অনেক উন্নত ও সহজ হয়ে যাবে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদের যাতায়াত, পণ্য পরিবহনসহ সব কিছুতেই অনেক সুবিধানক ও সহজ হবে। তাছাড়া এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের গ্রামীণ সড়ক নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে আশা করছে এলজিইডি বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, স্থানীয় যোগাযোগ এবং দুর্যোগকালে বিকল্প রুট ব্যবহারে এসব হাইটেক সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রতিনিধি দল।