ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

Mahamudul Hasan Babu
August 21, 2025 1:54 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে হরিপুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, কম্বল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সহায়তা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ওয়ালিফ মন্ডল

পরিবার প্রতি ১ বান্ডিল করে ৫ বান্ডিল টিন,২ টি করে ১০ টি কম্বল এবং শুকনো খাবার এর প্যাকেট ১ টি করে ৫ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে টিন, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হলো।
তিনি আরো বলেন অগ্নিকান্ডের ঘটনায় যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রশিক্ষণ গ্রহণ করা সকলের দায়িত্ব। সকলকে এ বিষয়ে সচেষ্ঠ থাকার অনুরোধ জানান। পরবর্তীতে আবারো তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।