ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

Mahamudul Hasan Babu
August 21, 2025 2:01 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মানা নিশ্চিত করতে এ অভিযানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, মেয়াদোত্তীর্ণ যানবাহন, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টা থেকে বোদা পৌরসভার ওয়াইন মোড় এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ, বোদা থানার সাব-ইন্সপেক্টর বিধান চন্দ্র, বোদা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টরসহ যৌথবাহিনির টহলটিম, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
বোদা উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ জানান, দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ট্রাফিক আইন পরিপন্থী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান তিনি।