ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তরুণরাই রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, জামায়াত নেতা দেলাওয়ার

Mahamudul Hasan Babu
August 22, 2025 9:24 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও ছাত্র-যুবকদের দেশের ‘ত্রাণকর্তা’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য মু. দেলাওয়ার হোসেন বলেছেন, “দীর্ঘ ১৬ বছর রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছিলেন, তখন এই তরুণরাই রাজপথে নেমে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে।”

শুক্রবার (২২ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ে জামায়াতের আয়োজনে এক বিশাল যুব সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ৫০০ শয্যার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বন্ধ বিমানবন্দর চালু এবং কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।

সাবেক আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে দেলাওয়ার হোসেন বলেন, “ওই খুনি হাসিনা ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে ১৬ বছর লড়াই সংগ্রাম করেও রাজনীতিবিদরা তার পতন ঘটাতে পারেনি। তখন ত্রাণকর্তা হিসেবে এদেশের যুবকরা রাজপথে নেমে আসে। তাদের নেতৃত্বেই এমন এক অভ্যুত্থান সংঘটিত হলো, যার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভা, এমপি এমনকি বায়তুল মোকাররমের মদতপুষ্ট খতিবও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।” তিনি ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো ২০২৪-এর আন্দোলনেও তরুণদের নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দেন।

ঠাকুরগাঁওয়ের তরুণদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমার এই ঠাকুরগাঁওয়ে অসংখ্য যুবক ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাস করেও বেকার। তারা পরিবারের বোঝা হবে না, সম্পদে পরিণত হবে।” এ লক্ষ্যে তিনি কয়েকটি সুস্পষ্ট ঘোষণা দেন।

শিক্ষাক্ষেত্রে ঠাকুরগাঁওয়ের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখানে বিশ্ববিদ্যালয় না থাকায় দরিদ্র পরিবারের সন্তানদের বাইরে গিয়ে পড়তে কষ্ট হয়। আমরা ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই।” এ সময় তিনি জানান, সম্প্রতি মেডিকেলে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের ২৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানিয়ে তিনি বলেন, “বিমানবন্দর চালু হলে দেশ-বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে, শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং ঠাকুরগাঁওয়ের অর্থনীতি বদলে যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানাচ্ছি।”

সমাবেশের শেষ পর্যায়ে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আর কোনো রাজনীতিবিদের দলীয় ক্যাডার হিসেবে ব্যবহৃত হবেন না। আগামী নির্বাচনে কেউ কালো টাকা বা পেশিশক্তি দিয়ে ভোট কিনতে চাইলে এই যুবকদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন এবং ঠাকুরগাঁও পৌরশাখার আমীর মাওলানা শামসুজ্জামান শাহ শামীম সহ স্থানীয় নেতৃবৃন্দ।