ঢাকাFriday , 11 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে ধানের ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

shahin
October 11, 2024 7:51 pm
Link Copied!

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে আমন ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে বুড়িরঘর এলাকায় আমন ধানের ক্ষেতে পানিতে মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি এলাকার কারও পরিচিত নয়।
বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ পড়ে থাকার বিষয়টি আমি জানতে পেরেছি। পরে পুলিশে ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার  আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।