ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনের কর্মরত এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
August 23, 2025 11:02 am
Link Copied!

এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলাবাসীর উদ্যোগে বোরহানউদ্দিন থানার মোরে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

‎সকাল থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ ভিড় জমাতে থাকেন থানার মোরে। বৃষ্টির মধ্যে শিশু থেকে বৃদ্ধরা পলিথিন মাথায় দিয়ে থানার মোরে মানববন্ধন ও গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন। একজন সৎ, সাহসী, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক জনবান্ধব বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে এসময় থানার মোর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

‎মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য প্রদান করেন। তাদের দাবী ৫ ই আগস্টের পরে বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান বোরহানউদ্দিন  পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।

‎তার এ দায়িত্ব পালন কালে তিনি দালাল মুক্ত ভূমি সেবা দিতে তার মহতি উদ্যোগ এ উপজেলাবাসীর হৃদয়ে জায়গা করে নেয় এবং পৌরসভা প্রশাসক নিয়োজিত হবার পর থেকে পৌরবাসীর সেবা প্রদানের জন্য তার বিভিন্ন কর্মকাণ্ড এবং নিরলশ প্রচেষ্ঠা এ পৌরবাসী কখনোই ভুলতে পারবেন না বলে বক্তব্য প্রদান করেন পৌরবাসী।

‎এ-সময় উপস্থিত ছিলেন  এ্যাডভোকেট মোহাম্মদ আলী, বোরহানউদ্দিন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্জিনিয়ার আহমদ উল্লাহ মিয়া, আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সভাপতি মনির হোসেন, সরকারি আবদুল জব্বার কলেজের প্রভাষক নাছির পাটোয়ারী, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা প্রভাষক মাকসুদুর রহমান, তামিরুল উম্মাহ মাদ্রাসা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শাকিল আহমেদ, সাংবাদিক আক্তার হোসেন, গংগাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ, গংগাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম মুন্সি, ওলামা দলের সভাপতি কাজী রবিউল ইসলাম, জামায়াত ইসলামী বোরহানউদ্দিন পৌর সভাপতি মাওলানা আমান উল্লাহ।