ঢাকাFriday , 11 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বাজার মনিটরিং

shahin
October 11, 2024 7:53 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বাজার মনিটরিং করা হয়েছে। এ সময় বিভিন্ন দ্রব্যের ক্রয় ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। বৃহষ্পতিবার বিকেলে বিরল পৌরশহরের বিরল বাজারের বিভিন্ন দোকানপাটে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শনসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এ সময় প্রেস ক্লাব এর আহ্বায়ক আতিউর রহমান, সদস্য সচিব তাজুল ইসলাম, থানার এ এসআই  পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। বাজার মনিটরিংকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ দোকানদারদের শারদীয় দূর্গোৎসব-২০২৪ উপলক্ষ্যে কোনধরণের কারসাজি হতে বিরত থাকার আহ্বান জানান। নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি দ্রব্যমূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা না হলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।