ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে এস এম মনজিল স্পোর্টসের শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
August 23, 2025 2:11 pm
Link Copied!

বাদশা আলম, বগুড়া থেকে বগুড়ার শেরপুরে ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করল এস এম মনজিল স্পোর্টস। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি ডি. জে. হাইস্কুলের সহকারী শিক্ষক তাপস বসাক, প্রাইম ব্যাংকের কর্মকর্তা মাহমুদুল হাসান, ওয়ান ব্যাংকের কর্মকর্তা সজিব আহমেদ, স্থানীয় ব্যবসায়ী অশোক গোস্বামী ও সুজন সাহা সহ অন্যান্যরা।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, এস এম মনজিল স্পোর্টসে দেশের নামকরা ব্র্যান্ডের খেলাধুলার সরঞ্জাম পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে—জার্সি, ট্রাউজার, শার্ট, প্যান্ট, ফুটবল, ক্রিকেট সামগ্রী, হেলমেট, মাস্ক, গ্লাভসসহ নিত্যপ্রয়োজনীয় নানা ধরনের ক্রীড়া উপকরণ। পাশাপাশি এখানে দল বা প্রতিষ্ঠানের জন্য কাস্টম জার্সি তৈরির বিশেষ সুবিধা রাখা হয়েছে।