আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহের গৃহিত নানা কর্মসূচির মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়,‘ অভয়াশ্রম গড়ে তুলি , দেশী মাছে দেশ ভরি’।
রবিবার বিকাল ৪ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের উপস্থাপনায় গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসারের বিশেষ প্রতিনিধি গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন, মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা মৎস্য অফিস ও গাংনী উপজেলা মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই মৎস্য সপ্তাহ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী।
জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন থেকে আগামী ২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাংনী উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল- প্রথমদিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে প্রচার-প্রচারণা করা,উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্যজীবি ও মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা করা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র, সুফলভোগীদের প্রশিক্ষণ এবং সপ্তম দিন মৎস্য সপ্তাহের সমাপনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।