ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলার করমদী গ্রামের সাহাবুর পাড়ার রাস্তায় কাঁদা- পানিতে একাকার। গ্রামবাসীর দুর্ভোগ চরমে। দেখার কেউ নেই।

Mahamudul Hasan Babu
August 24, 2025 4:40 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউপির অন্তর্গত করমদি গ্রামের সাহাবুর পাড়ার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। ফলে এলাকাবাসী সাধারনভাবে চলাচল করতে না পারায় চরম দুর্ভোগের শিকার হয়ে থাকে। বছরের প্রায় ৩/৪ মাস যাবত রাস্তায় পানি জমে থাকে । এসময় কৃষকরা মাঠের ক্ষেতের ফসল তোলা নিয়ে বিপাকে পড়েন, সময়মত স্কুল গামী শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। বিশেষ করে জরুরী রোগী পরিবহনে ও চিকিৎসকের নিকট নিয়ে যেতে নানা সমস্যা ও কষ্টকর হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, করমদী গ্রামের অধিকাংশ লোকজন রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক। সে কারনে দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মদদপুষ্ট চেয়ারম্যান মেম্বরগণ কাঁচা রাস্তাটি মেরামত বা পাকা করণের কোন উদ্যোগ গ্রহন করেননি। বহবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। ইউনিয়নের অন্যত্র কমবেশী কিছু উন্নয়ন হলেও করমদী গ্রামের সাহাবুর পাড়ার রাস্তাটি পানি কাঁদা ও খানাখন্দকে পরিণত হয়ে দীর্ঘদিন যাবত অবহেলিত পড়ে রয়েছে।
গ্রামের অধিকাংশ লোকজনের রাস্তাটি সংস্কার এবং পাকা করণের দাবি তুলে বলেন, করমদি গ্রামের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। প্রায় ১ কিলোমিটার দুরত্বের এই রাস্তার দুপাশে প্রায় ২শতাধিক লোকজন বসবাস করে থাকেন। দীর্ঘদিন যাবত বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কার বা পাকা করণের দাবি জানানো হলেও অদ্যাবধি কোন উদ্যোগে নেয়া হয়নি।
করমদি গ্রামে স্াহাবুর পাড়ার বাসিন্দা অবসরপ্র্াপ্ত শিক্ষক আওলাদ হোসেন জানান, চলাচলের অনুপযোগী এই রাস্তাটি পাকা করণ এবং দখলমুক্ত করার দাবি নিয়ে প্রায় জ্জ বছর যাবত বিভিন্ন অফিসে ধর্না দেয়া এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও অজ্ঞাত কারণে তা কার্যকরী হয়নি। তিনি আরও বলেন, প্রায় ১ কিলোমিটার রাস্তাটি এখন পানি কাঁদায় ডুবে থাকে। মৌজার ম্যাপ অনুযায়ী দেখা গেছে, রাস্তাটির আইপি নং-৯২০। রাস্তাটির প্রস্থ গ্রামের প্রধান সড়কের মোড়ে ৭০ থেকে ৭৫ ফুট। এমনিভাবে জায়গা বিশেষ ৪০ থেকে ৫০ ফুট চওড়া। অথচ রাস্তার পার্শ্বে বসবাসরত লোকজন রাস্তার জমি অবৈধভাবে দখল নিয়ে প্রাচীর নির্মাণ এবং বেড়া দিয়ে জবরদখল করে রেখেছে। ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা দিয়ে মাঠের ফসল উত্তোলনে একটি গাড়ি গেলে আর একটি গাড়ি পার হতে পারে না।এব্যাপারে উপজেলা ভুমি অফিসে বার বার অভিযোগ করা হলেও এসিল্যান্ড বা ভুমি অফিসের সার্ভেয়ার রাস্তা দখলমুক্ত না করে হয়রানি করছে।্রগ্রামবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত করে রাস্তাটি দখলমুক্ত ও পাকা করণের সুব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
এব্যাপারে গ্রামের সচেতন মহল বিশেষ করে ইউনিয়ন যুবদলের নেতা মনিরুল ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের দোসর জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বররা এডিপি বা কাবিটা , কাবিখা প্রকল্প বরাদ্দ দেয় নি। ফলে কোন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, বর্তমান তেঁতুলবাড়ীয়া ্ইউপির প্যাণেল চেয়ারম্যান আব্দুল ওহাব এর কাছে রাস্তাটি নিয়ে ফোন করলে তিনি নাকি দম্ভ করে বলেন, তোমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছো বিশেষ ক্ের ইউএনও র কাছে আবেদন করেছো। ওনারাই রাস্তা করে দেবেন। এই কথা বলে ফোন কেটে দেন। মনিরুল ইসলাম আরও বলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওহাব আওয়ামীলীগের দোসর ছিলেন। এখন বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে বহাল তবিয়তে রয়েছেন। তিনি আওয়ামীলীগের পলাতক চেয়ারম্যান নাজমুল হুদার একান্ত অনুগত একজন মেম্বর ছিলেন।
দুর্ভোগ থেকে বাঁচতে মহল্লাবাসী রাস্তাটি অবিলম্বে পাকা করণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।