ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী পল্লী বিদ্যুতের ভূঁতুড়ে বিল। আবাসিক মিটারের বিল ৩০ হাজার টাকার বেশী

Mahamudul Hasan Babu
August 25, 2025 2:07 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের মিটার রিডার ও বিল প্রস্তুতকারী বিলিং এ্যাসিস্টেন্টদের বিরুদ্ধে ভূঁতুড়ে বিল করার অভিযোগ পাওয়া গেছে। আবাসিক মিটার ব্যবহারকারীর অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসের বিল ১ হাজার ৩৬ টাকা, জুলাই মাসের বিল ১ হাজার ২ শ ৭৬ টাকা হলেও বর্তমান আগষ্ট মাসের ব্যবহৃত বিদ্যুতের বিল এসেছে ৩০ হাজার ৬৮৪ টাকা। যাহা দৃশ্যতঃ প্রস্তুকৃত বিলে চরম গরমিল লক্ষ্য করা গেছে।
ভূঁতুড়ে বিলের এমন ঘটনাটি ঘটেছে, গাংনী উপজেলার রায়পুর ইউপির অন্তর্গত রায়পুর গ্রামে। মিটার ব্যবহাকারীর নাম অর্থ্যাৎ গ্রাহক রায়পুর গ্রামের শ্রী মদু দাসের ছেলে শ্রী সন্নাসী দাস। যার মিটার নং-০০১০৩৮৩০।
সন্নাসী দাস জানান, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায় বাসিন্দা। আমি দীর্ঘদিন যাবত গাংনী জোনাল অফিসের আওতায় বিদ্যুত ব্যবহার করে আসছি।বিগত বছর এবং মাসে কখনও ভৌতিক বিল আসেনি। প্রতি মাসেই গড়ে ৫ শ টাকা থেকে ১ হাজার টাকা করে বিল করা হয়ে থাকে।চলতি আগষ্ট মাসে ৩০ হাজার বেশী টাকা বিল দেখে আমি হতবাক।
তিনি স্থানীয় লোকজনের পরামর্শে গাংনী পল্লী বিদ্যূত অফিসের ডিজিএম কে বিষয়টি অবহিত করলে তিনি বলেছেন,মিটারের রিডিং অনুপাতে বিল ঠিক আছে। আপনি একবারে দিতে না পারলে মাসে মাসে দিয়ে পরিশোধ করবেন।
বিষয়টির সুরাহা করতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভুক্তভোগী অভিযোগ করেছেন। এরকম ভুতুড়ে বিলের অভিযোগে অসংখ্য গ্রাহকের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। মেহেরপুরের গাংনী পল্লী বিদ্যুতের ভূঁতুড়ে বিল। আবাসিক মিটারের বিল ৩০ হাজার টাকার বেশী
মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের মিটার রিডার ও বিল প্রস্তুতকারী বিলিং এ্যাসিস্টেন্টদের বিরুদ্ধে ভূঁতুড়ে বিল করার অভিযোগ পাওয়া গেছে। আবাসিক মিটার ব্যবহারকারীর অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসের বিল ১ হাজার ৩৬ টাকা, জুলাই মাসের বিল ১ হাজার ২ শ ৭৬ টাকা হলেও বর্তমান আগষ্ট মাসের ব্যবহৃত বিদ্যুতের বিল এসেছে ৩০ হাজার ৬৮৪ টাকা। যাহা দৃশ্যতঃ প্রস্তুকৃত বিলে চরম গরমিল লক্ষ্য করা গেছে।
ভূঁতুড়ে বিলের এমন ঘটনাটি ঘটেছে, গাংনী উপজেলার রায়পুর ইউপির অন্তর্গত রায়পুর গ্রামে। মিটার ব্যবহাকারীর নাম অর্থ্যাৎ গ্রাহক রায়পুর গ্রামের শ্রী মদু দাসের ছেলে শ্রী সন্নাসী দাস। যার মিটার নং-০০১০৩৮৩০।
সন্নাসী দাস জানান, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায় বাসিন্দা। আমি দীর্ঘদিন যাবত গাংনী জোনাল অফিসের আওতায় বিদ্যুত ব্যবহার করে আসছি।বিগত বছর এবং মাসে কখনও ভৌতিক বিল আসেনি। প্রতি মাসেই গড়ে ৫ শ টাকা থেকে ১ হাজার টাকা করে বিল করা হয়ে থাকে।চলতি আগষ্ট মাসে ৩০ হাজার বেশী টাকা বিল দেখে আমি হতবাক।
তিনি স্থানীয় লোকজনের পরামর্শে গাংনী পল্লী বিদ্যূত অফিসের ডিজিএম কে বিষয়টি অবহিত করলে তিনি বলেছেন,মিটারের রিডিং অনুপাতে বিল ঠিক আছে। আপনি একবারে দিতে না পারলে মাসে মাসে দিয়ে পরিশোধ করবেন।
বিষয়টির সুরাহা করতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভুক্তভোগী অভিযোগ করেছেন। এরকম ভুতুড়ে বিলের অভিযোগে অসংখ্য গ্রাহকের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
এব্যাপারে বিদ্যুত অফিসের ডিজিএম এর নিকট জানতে চাইলে তিনি জানান, যদি মিটার রিডিং এ গরমিল থেকে থাকে সরেজমিনে তদন্ত করে বিলের সমন্বয় করা হবে।