নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম।
সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেল প্রকৌশলী মোঃ হারুনার রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রবীণ কুমার,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ,উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ ফজলুল রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) হাসিবুল হাসান সুজন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা সমাজ সেবা অফিসার সুমন সরকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ মামুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।
সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, ইভটিজিং প্রতিরোধ, চুরি-চাদাবাজি বন্ধসহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম তার সভাপতির বক্তব্যে বলেন,
“আইন শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন।”
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।
পরে উপজেলা হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।