এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ঘোষিত নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই যেন নির্বাচনী এলাকার হাট-ঘাট-বাজারসহ সকল স্থান দিন-রাত চোষে বেড়াচ্ছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।
ইতমধ্যে তিনি বিএনপি’র একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে ব্যপক পরিচিতি লাভ করেছেন।
মঙ্গলবার সকালে তিনি বিরল উপজেলার রামপুর বাজার, দৈকতবাড়ী, শিমুল তলার মোড় এবং কাজিপাড়া বাজারে পায়ে হেঁটে ব্যপক গণ সংযোগ চালিয়ে সাধারণ মানুষের সাথে কুশোল বিনিময় করেন। পরে সন্ধ্যায় তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন রোগীর খোঁজ খবর নিয়ে রোগী ও রোগীর স্বজনদের সাথে কুশোল বিনিময় করেন এবং সু-চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে কথা বলেন।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।