ঢাকাSaturday , 12 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভূঁয়া নিবন্ধনে শিক্ষক নিয়োগ : ঠিকমত যাচাই বাছাই করলে বেরিয়ে আসবে থলের বিড়াল

Mahamudul Hasan Babu
October 12, 2024 10:55 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের স্কুল ,কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভূঁয়া নিবন্ধনে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। যে কারনে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও রাজনৈতিক সুবিধা নিয়ে অনেকেই হয়েছেন শিক্ষক। স্বৈরাচার সরকার পতনের পর এক্ষনি সময় ; ঠিকমত যাচাই বাছাই করলে বেরিয়ে পড়বে থলের বিড়াল। মেহেরপুরে ২০০০ সালের আগে পরে শতাধিক স্কুল কলেজ ও মাদ্রাসা স্থাপিত হয়। দীর্ঘ ২০/২২ বছর এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় তৎকালীন ম্যানেজিং কমিটির নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের মধ্যে অনেকেই বিনা বেতনে শিক্ষকতা না করে চাকুরি ছেড়ে বিদেশ গমন করেছিলেন। বিগত সরকার ২০২২ এর শেষ দিকে ইং সালে স্কুল কলেজ ও মাদ্রাসা একযোগে এমপিও ঘোষনা করেন। তার আগে ২০০৭-২০০৮ ইং সালে ম্যানেজিং কমিটি ও প্রদান শিক্ষকদের মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারনে ‘শিক্ষক নিবন্ধন’ ব্যবস্থা চালু করেন। শিক্ষক নিবন্ধন ছাড়া কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানে নিয়োগ নিতে পারবেন না। এই ব্যবস্থা আড়াল করতে স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগন ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে দুর্নীতি করে জাল ও ভূঁয়া নিবন্ধন দেখিয়ে নিয়োগ বাণিজ্য করেছেন। এসমনকি শিক্ষক নিবন্ধন পরীক্ষা না দিয়ে আইন অমান্য করে অনেক টাকা উৎকোচ নিয়ে ব্যাক ডেটে শিক্ষক নিয়োগ দেখিয়ে রেখেছেন।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রধান শিক্ষক জানান, বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভূয়া সনদ নিয়ে নিয়োগ নিয়ে চাকরি করছেন। প্রধান শিক্ষক ও কমিটির সভাপতিতে ম্যানেজ করে ভূয়া শিক্ষক নিবন্ধন দেখিয়ে নিয়োগ পেয়েছেন। একই ভাবে কম্পিউটার অপারেটর, ল্যাব এ্যাসিস্টেন্ট, লাইব্রেরীয়ান, সাচিবিক শিক্ষা, কৃষি শিক্ষা(ডিপ্লোমা), ক্রীড়া প্রশিক্ষন সনদ ইত্যাদি শিক্ষকদের বেশীরভাগ সনদ যাচাই করলে জাল প্রমাণিত হবে। শিক্ষক নিবন্ধন সনদ না থাকায় অনেকে ভূয়া ও জাল সনদ যোগাড় করে শিক্ষক নিয়োগ পেয়েছেন। অনেকে ব্যাক ডেটে ভূয়া রেজুলেশন দেখিয়ে শিক্ষক নিয়োগ দেখিয়েছেন। এসব যাচাই বাছাই এখন সময়ের দাবি। বিশেষ করে গাংনী মহিলা ডিগ্রী কলেজ, কাজীপুর কলেজ, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজ, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, ধাণখোলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, করমদি কলেজ,বাওট মাধ্যমিক বিদ্যালয়, এনপি মাধ্যমিক বিদ্যালয়, বেতবাড়ীয়া বালিকা বিদ্যালয়সহ অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভূয়া শিক্ষক নিয়োগ দিয়ে অর্থ বানিজ্য করা হয়েছে। কম্পিউটার শিক্ষক এবং ল্যাব সহকারি শিক্ষকদের সনদ শতকরা ৮০ জনেরই জাল। এরা স্থানীয় ভাবে টাকা পয়সা দিয়ে কম্পিউটার সনদপত্র যোগাড় করে রাজনৈতিক ছত্রছায়ায় নিয়োগ পেয়েছেন।
এসব কারনে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হচ্ছে না। এখনি সময় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ছাটাই করা। শিক্ষা বান্ধব সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের অবিলম্বে নিকট এলাকার সচেতন মহল ও আদর্শ শিক্ষকদের দাবি সঠিকভাবে যাচাই বাছাই করে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভূয়া ও জাল সনদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অব্যাহতি দেয়া।