ঢাকাSaturday , 12 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জের দেবরের হাসুয়ার কোপে ভাবী ও বোন হত্যা : সহোদর ভাইবোন গুরুতর জখম

Mahamudul Hasan Babu
October 12, 2024 10:59 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে আপন ভাবী ও বোনকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই । প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন-জেলার গাংনী উপজেলার শানঘাট গ্রামের ফরাজী পাড়ার জাহিদ হোসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা ৩ সন্তানের জননী আসমাউল হুসনা জাকিয়া ওরফে ইলমা (৪৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বোয়ালমারী গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী ৩ সন্তানের জননী জোসনা খাতুন (৫০)।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনীর শানঘাট গ্রামের ফরাজী পাড়া (দাড়ের পাড়ায়) নিজ বাড়ির পার্শ্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজির ছেলে ওরফে মহিবুল ইসলাম ওরফে ওহিদুল ও তার মেজো ভাই জাহিদুল ইসলাম এবং তাদের বোন জোসনা খাতুনের সাথে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মামলা চলছিল।আরও জানা গেছে, জাহিদুল ইসলাম ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা ইলমা গাংনী থানা রোড মাদ্রাসা পাড়ায় বসবাস করে আসছিলেন। শিক্ষিকা ইলমা গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি উক্ত জমি জমা সংক্রান্ত মামলায় সাময়িক বরখাস্ত ছিলেন।
আজ শনিবার সকালের দিকে মামলা চলমান বিবদমান শরিকানা জমির পুকুরে জাহিদুল ইসলাম তার স্ত্রী শিক্ষিকা জাকিয়া ও জাহিদুলের মেজো বোন জোসনা বাড়ির পার্শ্বের পুকুরে পোনা মাছ ছাড়তে প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় মহিবুল ইসলাম ওরফে ওহিদ তার ব্যাগে থাকা দেশীয় ধাঁরালো অস্ত্র হাসুয়া দিয়ে তার ভাবী ইলমা ও মেজো বোন জোসনা, মেজো ভাই জাহিদুল ছোট বোন শামীমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় ঘটনাস্থলেই ইলমা ও জোসনা নিহত হন। এসময় স্থানীয়রা আহত জাহিদ,শামীমাকে প্রথমে হাসপাতালে নেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।খুনী ওহিদুল শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক । ঘটনার সময় প্রতিবেশী ও স্থানীয়রা মাঠে থাকায় জঘন্যতম খুন করে ওহিদ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন ও গাংনী থানার ওসি তাজুল ইসলাম। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে মেহেরপুরে অবস্থানরত সেনাবাহিনীর একটি টিম ও র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের সদস্যরা পরিদর্শন করেন। দিনে দুপুরে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় এলাকায় হাজার নারী পুরুষ এক নজর লাশ দেখতে ভীড় করেছেন। লাশ দেখে সকলেই চোখের পানি ধরে রাখতে পারেনি।
ওসি তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হত্যাকারীকে আটকে পুলিশ তৎপরতা শুরু হয়েছে।