ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গুমের শিকার বন্ধে, গুম হওয়া ব্যক্তিদের ফেরতের দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
August 30, 2025 6:30 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ আগষ্ট শনিবার সকালে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবাধিকার নিয়ে কাজ করা অধিকার নামের এক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের সম্মুখীন কর, গুমের সাথে ভিকটিম পরিবারের পূর্নবাসন কর, গুমের ভিকটিমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর, বাংলাদেশ থেকে গুম চিরতরে নির্মুল কর বিভিন্ন প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাড়ান গুম হওয়া স্বজনরা। মানববন্ধনে বক্তব্য দেন অধিকার পঞ্চগড় এর সমন্বয়কারী পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম সফিক, পঞ্চগড় পরিবেশ আন্দোলন (বাপা) সাধারন সম্পাদক আজারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, ময়দানদীঘি ডিগ্রী কলেজের প্রভাষক সমাজকর্মী শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক। এসময় পঞ্চগড়ের রাজনগর এলাকার গুম হওয়া ইমাম হোসেন বাদলের মা বক্তব্য দেন। তিনি সরকারের কাছে তার ছেলের সন্ধান চান। তিনি সরকারের কাছে অনুরোধ জানান, ছেলেকে খুজতে খুজতে তার বাবাও আজ মৃত্যু বরন করেন। তিনি বলেন, যদি তার ছেলে মারা যায় তাহলে তার হাড় হাড্ডিগুলো হলেও যেন পান। বিগত সরকারের পতরের সময় ৫ আগষ্টে আলামিন নামে আরেক ব্যক্তিও গুম হন। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। তার বাবা মনু মিয়া বক্তব্য দেন। মনু মিয়া তার ছেলের অপেক্ষায় আজও বসে আছেন। মানববন্ধনে পঞ্চগড়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।