এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পৌরযুবদলের আহ্বায়ক আলিমুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে বিরলের মোখলেশপুর তেঁতুলতলা কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে মোখলেশপুর জয়হার জামে মসজিদসহ বিরল পৌরশহরের মসজিদ সমূহে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বেনজীর বাবু, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব আলী বাবু, উপজেলা তাঁতীদলের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।