এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।দিনাজপুরের বিরলে পূর্ণভবা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার বিকালে পুনর্ভবা নদীর ফরক্কাবাদ ইউনিয়নের সর্দারডাঙ্গা-রাজাপাড়াঘাট-কাঞ্ চনঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ ব্যপারে মৎস্য অফিসার আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই কিছু মানুষ চায়না দুয়ারি জাল পেতে মাছ নিধন করা হচ্ছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৬টি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
অভিযান শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধ চায়না জাল দিয়ে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে। শুধু মাছ নয়, জলজ প্রাণীও এই জাল থেকে রক্ষা পাচ্ছেনা। যা দেশের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন ও বিরল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।