ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার।

Mahamudul Hasan Babu
August 31, 2025 1:48 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তি উপজেলার সদর ইউপি’র পশ্চিম মাধববাটি গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে সবাদ আলী (৭৮)।

নিহতের ছেলে শাহিনুর ইসলাম জানান, আমার বাবা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। যন্ত্রণা সহ্য করতে পারতো না। স্থানীয় ডাক্তার ও কবিরাজ দিয়ে চিকিৎসা করেও কোন উন্নতি হচ্ছিল না। তাই মানষিকভাবে বাবা ভেঙ্গে পড়ে ছিলেন। তিনি প্রায়শই মরে যাওয়ার কথা বলতেন।

এরপর রবিবার সকালে শয়ন ঘরের বর্গার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সবাদ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় সংবাদ দেন।
পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধারপূর্বক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করেছেন।

এব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নং ৩২, তারিখঃ ৩১.০৮.২০২৫ দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।