বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রাম থেকে তিন অনলাইন জুয়ারীকে আটক করা হয়েছে।
পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন (প্রীমন) এর নেতৃত্বে পঞ্চগড়ের দুইটি চৌকশ সেনা টহল দল অভিযান পরিচালনা করে ,৩ জন জুয়ারীকে আটক করে
আটককৃতরা হলেন, মাসুদ রানা (৩২) পিতা রফিকুল ইসলাম, সাং – ঝাকুয়া পাড়া, গোলাম মোস্তফা ( ২৬) পিতা শফিউল ইসলাম, ঝাকুয়া পাড়া, সাইদুর রহমান (২৫) পিতা মৃত আনোয়ার হোসেন, সাং- ঝাকুয়া পাড়া। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার দশ হাজার একশত টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তাদের আটক করে বোদা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।বিষয়টি নিশ্চয় করেছেন বোদা থানার ওসি আজিম উদ্দিন।