ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় দুটি প্রতিষ্ঠানে যৌথবাহিনীর অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা

Mahamudul Hasan Babu
September 1, 2025 2:09 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় দুটি খাদ্যদ্রব্য উপৎপাদনকারী প্রতিষ্ঠানে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ এর নেতৃত্বে যৌথবাহিনী ও প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও বোদা থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী ও বিএসটিআই অনুমোদন না থাকায় বোদা পৌর সদরের দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিল মালিককে ১০ হাজার টাকা ও চন্দনবাড়ী এলাকার মিস্টার ফুড বেকারী এন্ড কনফেকশনারীর মালিককে ২০ হাজার জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও অনুমোদন না থাকায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স গ্রহনের পর উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ জানান, অভিযোগের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উপৎপাদন করা হচ্ছিল এবং তাদের বিএসটিআই ও পবিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন নেই। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।