আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে অস্ত্রসহ গ্রেফতার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাংনী হাসপাতালস্থ বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন গাংনী পৌর ২নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি সুরেলী আলভী।
তিনি অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে গোলাম মোস্তফা ডাকুকে গ্রেফতার করেছে, যা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের নীলনকশা। অবিলম্বে গোলাম মোস্তফা ডাকুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবলু বলেন, সম্প্রতি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন স্বার্থন্বেষী মহল অপচেষ্টা অব্যাহত রেখেছে।
অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ বানচাল করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অযাচিতভাবে চাঁদাবাজি, অস্ত্রবাজি এ ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা, গ্রেফতার করছে।
এরই ধারাবাহিকতায় গাংনী উপজেলার চৌগাছা ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে নিজ বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতারের নাটক সাজানো হয়েছে।এধরণের অনাকাংক্ষিত গ্রেফতার করে দলের ভাবমর্তি ক্ষুন্ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গোলাম মোস্তফা ডাকু বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, তার বিরুদ্ধে খুনি হাসিনা সরকার কমপক্ষে ১০ মামলা দায়ের করেছিল।তখন কিন্তু এধরনে কোন অস্ত্রসহ গ্রেফতার দেখাতে পারেনি।
দলের নেতা কর্মীদের মনোবল ভেঙ্গে দেয়া এবং জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেবার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। জাতীয়তবাদী দল গাংনী উপজেলা ও পৌরশাখা এ অপ্রত্যাশিত এবং অনাকাংখিত গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি অবিলম্বে গোলাম মোস্তফা ডাকুকে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে, যাদের ষড়যন্ত্রে এই নাটক সাজানো হয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এ বিষয়টি অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।