সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ১১০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন ওর রশিদসহ বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এ সময় উপকারভোগী কৃষকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই (ঠাকুরি কলাই) বীজ, ৫ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।