ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে প্রাণী চিকিৎসকের প্রতারণা: খামারিদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি

Mahamudul Hasan Babu
September 2, 2025 2:21 pm
Link Copied!

উপজেলা প্রতিনিধি তারাগঞ্জ (রংপুর) উপজেলায় ফারুক শেখ নামের এক ব্যক্তি নিজেকে সরকারি প্রাণিসম্পদ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গরু ও গবাদিপশুর খামারে গিয়ে চিকিৎসা ও পরামর্শ দেওয়ার নামে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক শেখ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক পরিচয়ে গরুর কৃত্রিম প্রজনন, ইনজেকশন, ওষুধ সরবরাহ এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অনেক  খামারির কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ তিনি বেসরকারি একটি ওষুধ কোম্পানি ‘বিলোজিক এগ্রোভেট লিমিটেড’-এর একজন কর্মী। প্রাণী সম্পদ বিভাগের কর্মচারীদের ম্যানেজ করেই দীর্ঘদিন থেকে   এ প্রতারণা চালিয়ে আসছেন।

তাঁর সরকারি কোনো স্বীকৃতি বা পদমর্যাদা না থাকলেও তিনি  তার ব্যবহৃত মোটরসাইকেলে সরকারি মনোগ্রাম ব্যবহার করছেন ।

উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের খামারি আল-আমিন ইসলাম জানান, তাঁর তিন লক্ষ টাকা মূল্যের একটি গাভী গর্ভবতী হওয়ার পর জননেন্দ্রিয় থেকে অস্বাভাবিক নিঃসরণ শুরু হলে তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) ফিরোজ হোসেনকে জানান। ফিরোজ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই ফারুক শেখকে সঙ্গে নিয়ে আসেন।

চিকিৎসা দেওয়ার পর গাভীর অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে ১৩ দিন পর মৃত বাছুর প্রসব হয়। এতে খামারির বড় আর্থিক ক্ষতি হয় এবং তিনি উপজেলা প্রাণিসম্পদ অফিস ও নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম বলেন, ফারুক শেখ আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন। তিনি সরকারি প্রাণিসম্পদ দপ্তরেরও অন্তর্ভুক্ত নন।