ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ মোটরসাইকেল চালককে অর্থদন্ড প্রদান।

Mahamudul Hasan Babu
September 2, 2025 4:53 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে হেলমেট ও লাইসেন্স বিহীন ১১ মোটরসাইকেল চালককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে বিরল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই অর্থদন্ড প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

ভ্রাম্যমান আদালত মোটরসাইকেল চালকের হেলমেট ও লাইসেন্স না থাকায় ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৬৬ ও ৭৬ ধারায় মোট ১১টি মামলা‘য় ৩ হাজার ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। বিরলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।