এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে হেলমেট ও লাইসেন্স বিহীন ১১ মোটরসাইকেল চালককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকালে বিরল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই অর্থদন্ড প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ভ্রাম্যমান আদালত মোটরসাইকেল চালকের হেলমেট ও লাইসেন্স না থাকায় ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৬৬ ও ৭৬ ধারায় মোট ১১টি মামলা‘য় ৩ হাজার ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। বিরলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।