ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুর থেকে পঞ্চগড়ের আওয়ামী লীগ নেতা পল্লব গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
September 3, 2025 3:37 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:রংপুর থেকে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর লাল কুঠি এলাকা থেকে মহানগর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। পরে বুধবার বিকেলে পল্লবকে ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শফিকুল ইসলাম তাকে জেলহাজতে প্রেরণ করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, আওয়ামী লীগ নেতা পল্লব পলাতক ছিলেন। তাকে রংপুর মহানগর পুলিশের সহায়তায় আমরা আটক করেছি। তিনি ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলার এজহার নামীয় আসামী। অন্যান্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
এর আগে, গত ২০২৪ সালের ১০ নভেম্বর ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ ও ১৫০ জন অজ্ঞাত উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন বাবা মনু মিয়া।