ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে লক্ষীথান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, এডহক কমিটি বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
September 3, 2025 3:37 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার “লক্ষীথান উচ্চ বিদ্যালয়” এর অভিভাবক সমাবেশ, এডহক কমিটি বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লক্ষীথান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার ( ৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত এডহক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীরা।
পরে নবগঠিত এডহক কমিটির সভাপতি এস.এম আশরাফুল ইসলাম-এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বোর্ডের সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা অশ্রু কুমার সিংহ, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক,আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিলন-এ- আজম প্রমুখ। আলোচনার শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন কুমার সিংহ স্বাগত বক্তব্য দেন।
বক্তারা বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানদের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে মাঝে মাঝে এ ধরণের সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
আলোচনা শেষে ২০২৫ সালে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়।
নবগঠিত সভাপতি এস.এম আশরাফুল ইসলাম(এরশাদ) বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী,অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।