আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ; মেহেরপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সাথে নব যোগদানকারী জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামএর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম উপস্থিত সকল সাংবাদিকদের সাথে কুশল বিনিময় এবং নিজের ব্যাক্তিগত পরিচিতি তুলে ধরেন । পরবর্তীতে সাংবাদিকগণের সাথে পরিচয় পর্বে অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, আমি মেহেরপুরের সার্বিক উন্নয়ন করতে চাই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ গঠনে তথা মেহেরপুরের উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের সাথে পরিচিত হতে পেওে নিজেকে ধন্য মনে করছি। কারন আপনারা আমাকে নানা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন। একটি জাতি তখনই উন্নত। যখন সে জাতি শিক্ষাই এগিয়ে। মেহেরপুর জেলা শিক্ষাই অনেক পিছিয়ে রয়েছে। তাই আমার প্রথম কাজ হবে শিক্ষার উপর বেশী গুরুত্বারোপ করবো। সকল মানুষকে আমি স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো।
পরে মতবিনিময় সভায় মেহেরপুরের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিশেষ করে বিভিন্ন সরকারী দপ্তরের স্বচ্ছতা, জবাবদিহিতা , বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়ম, দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এবং অবাধ তথ্য অধিকার থেকে বঞ্চিত রেখে সেবা কার্যক্রমে ব্যাপক দুর্নীতি তুলে ধরে মেহেরপুরের উন্নয়নে বাঁধা চিহিৃত করা হয়। মেহেরপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত জেলা প্রশাসকের নিকট প্রত্যাশার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সেক্রেটারী মাজেদুল হক মানিক, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সেক্রেটারী মাহবুব চান্দু, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন , মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সেক্রেটারী মাহবুব আলমসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।