মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি’র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদসহ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এ দিকে এ কর্মসূচিতে যোগ দিতে দুপুরের পর থেকে পীরগঞ্জের ১৫টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে পৃথক পৃথক মিছিল নিয়ে উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয়। শহীদ মিনার চত্বরের সমাবেশ শেষে দলীয় নেতা কর্মীরা এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে।