ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে শিয়াল ঠেকাতে যেয়ে বিদ্যুতায়িত হয়ে চাচা নিহত। আহত ১

Mahamudul Hasan Babu
September 4, 2025 3:19 pm
Link Copied!

সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥শিয়ালের ড্রাগন খাওয়া বন্ধ করতে জিআই তাঁরের বেড়াতে বিদুৎ সংযোগ দিয়েছিল ড্রাগন চাষি আজিজুল ইসলাম। সেই তার থেকে বিদ্যুৎতায়িত হয়ে মারা গেলেন আপন চাচা শাহাদাত হোসেন (৫০)। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক কৃষক ইকতার হোসেন এবং মারা গেছে তার ২ লক্ষাধিক টাকার একটি হাল চাষের গরু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪-০৯-২৫) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মাঠে।
প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, শিয়ালের উৎপাত ঠেকাতে ড্রাগনের বাগানের বেড়াতে জিআই তারের সঙ্গে বিদ্যুৎতের সংযোগ দিয়েছিল ড্রাগন চাষি তালসার গ্রামে মনু প্রধানিয়ার ছেলে আজিজুল ইসলাম। বৃহস্পতিবার সকালে পাশের জমি মালিক চাচা শাহাদাত হোসেন একই গ্রামের কৃষক ইকতার হোসেনের (৪৫) ও তার হালগরু সাথে নিয়ে যান জমিতে হাল চাষ করতে। জমি চাষেয় সময় ড্রাগন বাগানের তারের বেড়াতে গরুর গাঁ ঠেকলে বিদ্যুতায়িত হয় গরুটি। হালচাষী ইকতার হোসেন বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে আহত হন। বিষয়টি না বুঝে কাছাকাছি থাকা চাষকৃত জমির মালিক শাহাদত হোসেন তাদেরকে উদ্ধারে গেলে তিনি বিদ্যুাৎতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। সেই সাথে ইকতার হোসেনের হাল চাষের দুইলক্ষাধীক টাকা মূল্যের একটি গরু মারা যায়। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে আহত ইকতার হোসেনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। নিহত শাহাদত হোসেন তালসার গ্রামের আমির হোসেনের ছেলে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন। ড্রাগন বাগানের বেড়ায় লাগানো বিদ্যুতের তারে বিদ্যুৎতায়িত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ড্রাগন বাগানের মালিক নজরুল ইসলাম গাঁ ঢাকা দিয়েছেন।