ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সিপিবির জেলা সম্মেলন আশরাফুল সভাপতি ও আফতাব সাধারণ সম্পাদক

Mahamudul Hasan Babu
September 4, 2025 1:02 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনে মো. আশরাফুল ইসলামকে সভাপতি ও আফতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী চার বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।
এর আগে, পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। পরে সম্মেলন উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সিপিবি পঞ্চগড়’র বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে সিপিবির কেন্দ্রীয় সদস্য আসলাম খান সহ দলটির দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।