প্রতিনিধি,পঞ্চগড় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন দূর্গা পূজার মত লক্ষীপুজাতেও মন্দির সহ হিন্দুদের বাড়ি পাহারা দিবে বিএনপির স্বেচ্ছাসেবকরা। দুর্গাপুজাতে বোদা দেবীগঞ্জ উপজেলয়ার ২১৯ টি পুজামন্ডপে প্রায় বিএনপির প্রায় সাড়ে চার হাজার সেচ্ছাসেবী বিভিন্নরকম দায়িত্ব পালন করছে। বিএনপি এই সেবা অব্যাহত রাখবে। অতীতের মত লক্ষীপূজাতে ধামের গান, হুলির গান করতে যা যা সহযোগীতা প্রয়োজন সনাতন ধর্মবলম্বীদেরকে করা হবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির কোটি কোটি কর্মী প্রস্তুত রয়েছে। এসময় হিন্দু ধর্মালম্বিদের তিনি নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করতে বলেন। তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে প্রায় দেড় হাজার লোক শহীদ হয়েছে সেখানে শুধু মুসলমান না হিন্দুরাও প্রান দিয়েছে। তিনি শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল মান্নান , যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ সহ স্থানীয় বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিল। শনিবার সকাল সাতটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের মন্দিরগুলো পরিদর্শন শুরু করেন তিনি। পরে বোদা সদর, সাকোয়া, বেংহারি, বামনহাট মন্দির, বেংহারি,তেপুকুরিয়া, ফুলতলা মন্দির সহ বেশ কিছু মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় মন্দিরে নগদ অর্থ সহায়তা দেন তিনি ।