ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তরুণ ও যুবকদের মোবাইল ও মাদক থেকে বিরত রাখতে হলে প্রতিনিয়ত খেলা ধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। – বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।

Mahamudul Hasan Babu
September 5, 2025 5:05 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম বলেছেন, খেলা-ধুলা মানুষের মন ও শরীর সুস্থ্য রাখে। বর্তমান সময়ে তরুণ ও যুবকদের মোবাইল এবং মাদক থেকে বিরত রাখতে হলে প্রতিনিয়ত খেলা ধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর প্রয়াত ছোটছেলে আরাফাত রহমান কোকো নিঃস্বার্থভাবে দেশের ক্রীড়াক্ষেত্রে কাজ করে গেছেন। ক্রীড়া ক্ষেত্রে তার অবদান অপরিসীম। বিশেষ করে ক্রিকেট ও ফুটবল উন্নয়নে তার ভ’মিকা ছিল উল্লেখ করারমত। পরবর্ত্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার টানা ১৬-১৭ বছরে এদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। সে কারণে আজ যুব সমাজকে মাদকে গ্রাস করেছে। আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তরুণ প্রজন্মের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে এই ক্রীড়াঙ্গণকে আমরা আবার সাজিয়ে তুলবো। এরজন্য আগামী নির্বাচনে বিএনপি’র পতাকাতলে ঐক্য থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।

শুক্রবার বিকালে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নূর ইসলাম চেয়ারম্যান ফুটবল টর্ণামেন্ট-২০২৫ এর শুভউদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামদেবপুর মিলন সংঘের আয়োজনে অনুষ্ঠানে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদ ইসলাম, সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি হামিদুর রহমান,সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, ধর্মপুর ইউপি শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও পলাশবাড়ী ইউপি শাখা যুবদলের সভাপতি আলতাফ হোসেন। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন। উদ্ধোধনী খেলায় বিরলের মির্জাপুর ফুটবল একাদশ ও দিনাজপুর সদর উপজেলার মহনপুর বলদিয়াপুকুর অংশগ্রহন করেন।