সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ফায়ার সার্ভিস স্টেশন রোড সংলগ্ন দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল-এ হিফজুল কুরআন শিক্ষা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান (মাস্টার)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাবেক চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস, দি সান রাইজ কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, ভাংবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বনগাঁও দাখিল মাদরাসার সিনিয়র মাওলানা মতিউর রহমান ও আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারি মো. জিয়াউর রহমান।
এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।