ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাল টাকাসহ ১ জন আটক

Mahamudul Hasan Babu
September 7, 2025 5:07 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জাল টাকাসহ আমিরুল ইসলাম ওরফে খোকন (৪৪) নামের এক ব্যক্তিকে জাল টাকাসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আমিরুল ইসলাম খোকন গাংনী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে খোকন ভাটপাড়া আবাসন এলাকায় বসবাস করছেন।

সিপিসি ৩, র‍্যাব ১২ কোম্পানি কমান্ডার রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে আমিরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরী চক্রের সাথে সরাসরি জড়িত থেকে, জাল টাকা সংগ্রহ পূর্বক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।